মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, কার্তিক ৬ ১৪৩১

মানিকগঞ্জ নিউজ ২৪ :: ManikganjNews24 - মানিকগঞ্জের খবর

মানিকগঞ্জে এক হালি ডিম ১০ হাজার টাকায় বিক্রি হয়েছে!

নিজস্ব প্রতিবেদক

আপডেট: ১৩:১৭, ৩০ জানুয়ারি ২০২৩

মানিকগঞ্জে এক হালি ডিম ১০ হাজার টাকায় বিক্রি হয়েছে!

সংগৃহীত

মানিকগঞ্জের সিংগাইরে এক ওয়াজ মাহফিলে প্রকাশ্যে নিলামের ঘোষণা দিয়ে এক হালি ডিম ১০ হাজার টাকায় বিক্রি হয়েছে।  

শনিবার উপজেলার চারিগ্রাম ইউপির মধ্যচারিগ্রাম কেন্দ্রীয় কবরস্থান ও ঈদগাহ মাঠের উদ্যোগে রাত সাড়ে ১০টার দিকে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। 

সভাপতিত্ব করেন ঈদগাহ মাঠের সভাপতি মোনতাজ উদ্দিন। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হেমায়েতপুর জয়নাবাড়ী মসজিদের খতিব মুফতি আশেকে এলাহী। তিনি কবরস্থানের উন্নয়নের জন্য এলাকাবাসীর কাছ থেকে টাকা সংগ্রহ করেন।

এ সময় এক ব্যক্তি ৪টি (এক হালি) ডিম দান করেন। ওই ডিম বিক্রি করতে প্রকাশ্যে নিলামের ঘোষণা করা হয়। আগ্রহী একাধিক ব্যক্তি ২শ থেকে ১ হাজার টাকা দাম হাঁকেন। একাধিক মুসল্লি দাম বাড়াতে থাকেন। একপর্যায়ে হাসান বেপারী নামের এক ব্যক্তি ডিমের দাম হাঁকেন ১০ হাজার টাকা। হাসান বেপারী শীর্ষ দাম বলায় তাকে দেওয়া হয়। তিনি নগদ ১০ হাজার টাকা দিয়ে ১ হালি ডিম কিনে নেন।

এক হালি ডিম ১০ হাজার টাকা- এটা টক অব দ্য টাউনে পরিণত হয়েছে। কবরস্থানের উন্নয়নের জন্য ও মৃত মা-বাবার জন্য দোয়া কামনা করে ডিম কিনে ওই টাকা প্রদান করা হয়েছে বলে জানান হাসান বেপারী। 

মুফতি আশেকে এলাহীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বক্তব্য দিতে রাজি হননি।

শেয়ার করুন:
Right Side Advertisement

সর্বশেষ

সর্বাধিক জনপ্রিয়