বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, আশ্বিন ১৮ ১৪৩০
ঢাকা, বুধবার ০৪ অক্টোবর ২০২৩
মানিকগঞ্জ জেলা ঘিওর উপজেলার বড়টিয়া ইউনিয়নের শ্রীবাড়ি হইতে করজনা বাজার হয়ে হিজুলিয়া খালপাড় পর্যন্ত কাঁচা রাস্তায় হাজার হাজার মানুষের দুর্ভোগ চরমে হয়ে উঠেছে। বড়টিয়া ইউনিয়নের শ্রীবাড়ি হইতে করজনা বাজার হয়ে হিজুলিয়া খালপাড় পর্যন্ত রাস্তা পাকাকরণের কথা থাকলেও করজনা বাজার পর্যন্ত পাকা হয়। কিন্তু ২০১২ সালের পর হইতে ১১ বছরেও করজনা বাজার হতে হিজুলিয়া খালপাড় পর্যন্ত রাস্তার কোন কাজ হয়নি ।
ManikganjNews24.com
সর্বশেষ
সর্বাধিক জনপ্রিয়