মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, কার্তিক ৬ ১৪৩১

মানিকগঞ্জ নিউজ ২৪ :: ManikganjNews24 - মানিকগঞ্জের খবর

রফিকউদ্দিন আহমদ

প্রকাশিত: ১৮:৫৮, ১৬ সেপ্টেম্বর ২০২২

রফিকউদ্দিন আহমদ

ভাষা শহীদ রফিকউদ্দিন আহমদ

রফিকউদ্দিন আহমদ: ভাষা আন্দোলনের প্রথম শহীদ

ভাষাশহীদ রফিকউদ্দিনের জন্ম ১৯২৬ সালের ৩০ অক্টোবর। মানিকগঞ্জের সিংগাইরের পারিল বলধারা গ্রামে তার বাড়ি।

বাবা আবদুল লতিফ ও মা রাফিজা খাতুন। কলকাতার মিত্র ইনস্টিটিউট ও মানিকগঞ্জের বায়রা স্কুলে পড়েছেন রফিকউদ্দিন। তারপর ভর্তি হন মানিকগঞ্জের দেবেন্দ্রনাথ কলেজে।

পড়াশোনা শেষ করতে পারেন নি রফিকউদ্দিন। ঢাকায় এসে বাবার সঙ্গে প্রেসের কাজ পরিচালনার দায়িত্ব নেন। এরপর ভর্তি হয়েছিলেন জগন্নাথ কলেজে (বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়)।

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি রফিকউদ্দিনসহ অনেকে সরকারের জারি করা ১৪৪ ধারা ভঙ্গ করে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ঢাকা মেডিকেল কলজেরে সামনে রাজপথে নেমে আসেন। তাদের উপর নির্মমভাবে গুলি চালায় পুলিশ।

এ সময় একটি গুলি সরাসরি এসে লাগে রফিকউদ্দিনের মাথায়। এতে তার খুলি উড়ে যায় এবং মগজ ছিটকে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

রাতে ঢাকার আজিমপুর কবরস্থানে রফিকউদ্দিনের মৃতদেহ দাফন করা হয়।
মাতৃভাষা বাংলাকে যথাযথ মর্যাদা দেওয়ার দাবিতে রাস্তায় নেমে শহীদ হন রফিকউদ্দিন। তার এ আত্মত্যাগের কথা বাঙালি কখনোই ভুলবে না।
 

শেয়ার করুন:
Right Side Advertisement

সর্বশেষ

সর্বাধিক জনপ্রিয়