শনিবার, ২০ এপ্রিল ২০২৪, বৈশাখ ৬ ১৪৩১

মানিকগঞ্জ নিউজ ২৪ :: ManikganjNews24 - মানিকগঞ্জের খবর

৯০০ কোটি টাকা খরচেও মার্টিনেজকে কিনতে রাজি টটেনহ্যাম

প্রকাশিত: ১৬:৫৮, ১৯ জুন ২০২২

৯০০ কোটি টাকা খরচেও মার্টিনেজকে কিনতে রাজি টটেনহ্যাম

মার্টিনেজ

চলতি মৌসুমে দলবদলে বড় বাজেট নিয়েই এসেছে ইংলিশ দল টটেনহ্যাম হটস্পার। ইতোমধ্যেই একাধিক দলবদল সেরে ফেলেছে। এবার দলটির চোখ আর্জেন্টাইন ফুটবলার লাওতারো মার্টিনেজের ওপর। তাকে দলে পেতে ৯০০ কোটি টাকা খরচ করতেও রাজি দলটি, জানাচ্ছে ইংলিশ সংবাদ মাধ্যম।

চলতি দলবদল মৌসুমে লাওতারোর দল ইন্টার মিলান দলের বড় বেতনে থাকা খেলোয়াড়দের দল থেকে তাড়াতে চায়। সেজন্যে অ্যালেক্সিস সানচেজ, এডিন জেকোদের মতো তারকাকে বেচে দেওয়ার চিন্তা করছে বলে জানাচ্ছে ইউরোপীয় সংবাদ মাধ্যম। তবে লাওতারো তাদের শীর্ষ তারকাদের একজন, যাকে আপাতত দলছাড়া করতে চায় না সিরি’আর ক্লাবটি। বড় অঙ্কের প্রস্তাব দিয়ে তাদের পরীক্ষায় ফেলতে প্রস্তুত টটেনহ্যাম, জানাচ্ছে ইতালিয়ান সংবাদ মাধ্যম লা রেপাবলিকা।

টটেনহ্যামের বর্তমান কোচ আন্তনিও কন্তের অধীনে লাওতারো খেলেছেন এক মৌসুম আগেই। তাকেই চলতি দলবদল মৌসুমে দলে ভেড়াতে চাইছেন কন্তে। যদিও ২৪ বছর বয়সী আর্জেন্টাইন স্ট্রাইকার আগামী মৌসুমেও ইন্টারেই থাকতে চাইছেন বলে জানাচ্ছে ইতালীয় সংবাদ মাধ্যমগুলো। মিলানে বর্তমানে তিনি থিতু হয়েছেন পরিবার নিয়ে, শহরে একটি আর্জেন্টাইন-ভূমধ্যসাগরীয় রেস্তোরাঁও খুলেছেন তিনি। সেসব ছেড়ে এখনই অন্যত্র চলে যেতে চাইছেন না আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। 

ফলে টটেনহ্যামের এই চাওয়া পূরণ হওয়াটা একটু কঠিনই। তবে কন্তের চাওয়াতে সেই কঠিন কাজেই নেমে পড়তে চলেছে স্পার্সরা। দলটিতে মার্টিনেজের সতীর্থ ইভান পেরিসিচও যোগ দিয়েছেন সম্প্রতি। আর্জেন্টাইন সতীর্থ জিওভানি লো চেলসোও ফিরছেন ভিয়ারিয়ালে ধারে এক মৌসুম কাটিয়ে। এক মৌসুম হলো আরেক আর্জেন্টাইন ক্রিশ্চিয়ান রোমেরোও খেলছেন দলটিতে। 

স্কাই স্পোর্তস ইতালিয়া অবশ্য জানাচ্ছে আর্জেন্টাইন এই স্ট্রাইকারের ইংল্যান্ড যাত্রা নির্ভর করছে ইন্টারের দলবদল পরিস্থিতির ওপর। বর্তমানে ফ্রি এজেন্ট পাওলো দিবালাকে দলে ভেড়াতে চাইছে দলটি, কথা চলছে রোমেলু লুকাকুর সঙ্গেও। দুই দলবদল হলে এরপরই তাকে বিক্রির কথা ভাববে সাবেক ইতালিয়ান চ্যাম্পিয়নরা।

শেয়ার করুন:
Right Side Advertisement

সর্বশেষ

সর্বাধিক জনপ্রিয়