
বন্যাকবলিত এলাকা
টানা ২ বার বন্যা পরিস্থিতিতে ভয়াবহ রূপ নিয়েছে সিলেটের সব কয়টি এলাকা। শহর কিংবা গ্রাম সর্বত্র বন্যার পানিতে প্লাবিত হয়ে আছে, বিদুৎহীন হয়ে পরেছে প্রায় সকল এলাকা। গৃহহীন হাজার হাজার পরিবার এখন সড়কে অবস্থান নিয়েছে।
গত দুদিনের টানা বৃষ্টিপাতে সিলেটের প্রায় ৬ লক্ষ মানুষ পানিবন্দি।
শহর কিংবা গ্রাম সর্বত্র বন্যার পানিতে প্লাবিত হয়ে আছে, বিদুৎহীন হয়ে পরেছে প্রায় সকল এলাকা। গৃহহীন হাজার হাজার পরিবার এখন সড়কে অবস্থান নিয়েছে।
বিশেষ করে সিলেট জেলার সীমান্তবর্তী গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ, জৈন্তাপুর, কানাইঘাঠ উপজেলা সহ সুনামগঞ্জ এর বেশ কয়েকটি উপজেলা বন্যার পানিতে প্লাবিত।
ধীরে ধীরে বন্যার পরিস্থিতি ব্যপক ভয়াবহ রুপ ধারণ করছে। সকল শিক্ষাপ্রতিষ্ঠান ও বোর্ড পরীক্ষা স্থগিত। সিলেটবাসীর জনজীবনে স্থবিরতা নেমে এসেছে..