শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, অগ্রাহায়ণ ১৭ ১৪৩০

মানিকগঞ্জ নিউজ ২৪ :: ManikganjNews24 - মানিকগঞ্জের খবর

মানিকগঞ্জে গ্যাস লিকেজ থেকে এক পরিবারের ৩ জন দগ্ধ

আপডেট: ১২:১২, ২৫ অক্টোবর ২০২২

মানিকগঞ্জে গ্যাস লিকেজ থেকে এক পরিবারের ৩ জন দগ্ধ

ছবি : সংগৃহীত

মানিকগঞ্জ, ২৫ অক্টোবর – মানিকগঞ্জ জেলা পশু হাসপাতালের পাশের একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন।

দগ্ধরা হলেন- মো. রাশেদ (৪৫), তার স্ত্রী মোছা. সোনিয়া আক্তার (২৮) ও আড়াই বছরের শিশু রিফাত।

মঙ্গলবার (২৫ অক্টোবর) ভোর এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ অবস্থায় তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন।

তাদের হাসপাতালে নিয়ে আসা কামাল আহমেদ বলেন, ওই বাসায় রাতে কয়েল জ্বালানো হয়। ভোরে গৃহকর্তা রাশেদ ঘুম থেকে উঠে ওয়াশরুমে যান। ওয়াশরুম থেকে বের হওয়ার পরপরই তারা দগ্ধ হন। ধারণা করা হচ্ছে, রান্নাঘরে গ্যাস লাইনের লিকেজ থাকায় কয়েলের আগুন তীব্র আকার ধারণ করে। এতে তারা দগ্ধ হন।

শেখ হাসিনার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন জানান, রাশেদ ৮৫ শতাংশ, সোনিয়া ২০ শতাংশ ও শিশু রিফাত ৪০ শতাংশ দগ্ধ হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন:
Right Side Advertisement

সর্বশেষ

সর্বাধিক জনপ্রিয়